করোনায় উপজেলা আ.লীগ সভাপতির মৃত্যু, আমতলী লকডাউন

বরগুনাকরোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরগুনার আমতলী উপজেলা লকডাউন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান করোনায় মারা যাওয়ার পরই এই ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে লোচা গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন জিএম দেলোয়ার হোসেন। তার মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়ায় নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর (ইনস্টিটিউট অব ডেভেলপিং সাইন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ) আইডিসিইতে পাঠানো হয়। সেখান পরীক্ষা শেষে জানানো হয় তিনি করোনা পজেটিভ ছিলেন।

বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, 'দেলোয়ার হোসেন পটুয়াখালীতে চিকিৎসা নিয়ে ছিলেন সেখান থেকেই তার নমুনা সংগ্রহ করা হয়। আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।'

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, 'আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া এবং নারায়ণগঞ্জ থেকে প্রচুর মানুষ আমতলীতে আসায় লকডাউন ঘোষণা করেছি। এছাড়াও গত ১৪ দিনে তিনি যে সকল মানুষের সংস্পর্শে এসেছেন তাদের সকলকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারও মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।'