নিহত হামিম কোদালিয়া এলাকার সালাম কবিরাজের ছেলে। আটক জাকিয়া বেগম একই এলাকার এনায়েতের স্ত্রী।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে নিহতের দাদা আলতাফ কবিরাজ বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় জাকিয়াকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার (১ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শিশুটির চাচা আবুল বাশার বলেন, 'বৃহস্পতিবার বেলা একটার পর থেকে হামিমের কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে আশপাশের বেশ কয়েকটি পুকুর ও নদীতে খোঁজা হয়। না পেয়ে হামিমের খেলার সাথি জাকিয়ার চার বছরের ছেলেকে জিজ্ঞেস করা হয়। সে আদো আদো কন্ঠে বলে, 'হামিমকে আমার মা মারধর করে বাড়ির পাশের পুকুরে চুবিয়েছে।' ওই শিশুর দেওয়া তথ্যানুযায়ী সেই পুকুরে সন্ধান চালিয়ে শুক্রবার বিকালে হামিমের মরদেহ কচুরিপানার নিচে থেকে উদ্ধার করা হয়।
নিহতের ফুফু শিউলি বেগম জানান, জাকিয়ার ছেলে খেলতে হামিমদের বাড়িতে যেত। এ জন্য জাকিয়া রাগারাগি করে। পরে গত পরশু হামিমের বাবা জাকিয়ার ছেলেকে তাদের বাড়িতে না আসার জন্য বলেন। এরপরই এ ঘটনা ঘটলো।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় জাকিয়াকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।