ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাংলা ট্রিবিউনের সাংবাদিক গ্রেফতার

সুমন সিকদার

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা এক মামলায় বাংলা ট্রিবিউনের বরগুনা প্রতিনিধি সুমন সিকদারকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ। একই মামলায় আরও দুই স্থানীয় সাংবাদিক গ্রেফতার হয়েছেন। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।
বুধবার (৬ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এক নারী গত ৬ মে তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। মামলায় সাতজন নামীয় আসামি রয়েছে।’
আসামিদের বিরুদ্ধে ওই নারী ও তার মায়ের বিরুদ্ধে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মিথ্যা বানোয়াট গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে বলেও জানান তিনি। অন্য আসামিরা হলেন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামাল মীর, টিংকু, আসাদ সবুজ, রাব্বি, ছগির হোসেন ও রুবেল। তাদের আগামীকাল আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।