লকডাউন থাকা বাড়িতে বৃদ্ধার মৃত্যু

করোনাভাইরাসপিরোজপুরের নাজিরপুরে লকডাউন থাকা একটি বাড়িতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বাড়িতে আগে থেকেই একজন করোনা রোগী অবস্থান করছিল। তাই বাড়িটি লকডাউন ছিল।

সোমবার (১৮ মে) রাতে ৭০ বছর বয়সী ওই বৃদ্ধার মৃত্যু হয় বলে জানান নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলে বারী। বৃদ্ধার বাড়ি পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের কুমিরচিড়া গ্রামে। শ্রীরামকাঠী ইউনিয়নের বলিবাবলা গ্রামে বৃদ্ধার ভগ্নিপতির বাড়িতে তার মৃত্যু হয়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলে বারী জানান, ওই বৃদ্ধা এক মাস আগে বলিবাবলা গ্রামে থাকা তার ভগ্নিপতির বাড়িতে বেড়াতে যান। সম্প্রতি ঢাকা থেকে আসা তার বোনের মেয়ে করোনায় আক্রান্ত হওয়ার পর ১৬ মে ওই বাড়ি লকডাউন করা হয়।
সোমবার সন্ধ্যার দিকে বৃদ্ধার শ্বাসকষ্ট ও ডায়েরিয়া শুরু হয়। খবর পেয়ে ওই বাড়িতে চিকিৎসক দল পাঠানো হয়। তাকে বরিশাল পাঠানোর প্রস্তুতি নেওয়ার সময় তার মৃত্যু হয়। মারা যাওয়া বৃদ্ধার নমুনা সংগ্রহ করা হয়েছে।