শের-ই-বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে দুই রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসাবরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে দুই রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন। শুক্রবার (৫ জুন) ভোর  ৪টার দিকে একজন এবং সকাল সাড়ে ৭টার দিকে আরেকজনের মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, ভোরে মারা যাওয়া ৪৫ বছর বয়সী পুরুষ রোগী করোনায় আক্রান্ত ছিলেন। তার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামে। করোনা নিয়ে গত ৪ জুন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এই চিকিৎসক আরও জানান, ৫৫ বছর বয়সী মারা যাওয়া অপর পুরুষ রোগীর বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকায়। ওই রোগী জ্বর, সর্দি-কাশি-শ্বাসকষ্ট নিয়ে গত ৪ জুন করোনা ওয়ার্ডে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।