ধর্ষণকারীদের আইনি সহায়তা না দিতে স্মারকলিপি

স্মারকলিপি দিচ্ছেন খেলাঘর বরিশাল জেলা কমিটির সদস্যরা বরিশালে শিশু ও নারী ধর্ষণকারীদের আইনি সহায়তা না দেওয়ার অনুরোধ জানিয়ে জেলা আইনজীবী সমিতির কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে খেলাঘর বরিশাল জেলা কমিটির পক্ষে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আফজালুল করিম ও সাধারণ সম্পাদক কায়ুম খান কায়সার।  

এ সময় উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য জীবন কৃষ্ণ দে, বরিশাল জেলা কমিটির সভাপতি নজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক তৌছিক আহমেদ রাহাত, সাবেক সাধারণ সম্পাদক শুভঙ্কর চক্রবর্তী, সম্পাদকমণ্ডলীর সদস্য মঈনুল ইসলাম সবুজ, আইনজীবি সমিতির সদস্য বিশ্বনাথ দাস মুন্সি ও নিতাই চন্দ্রসহ অন্যরা।   

স্মারকলিপিতি উল্লেখ করা হয়, দেশব্যাপী অব্যাহতভাবে শিশু ও নারী ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। সর্বসাধারণ এই অব্যাহত ধর্ষন ঘটনার প্রতিবাদে ঘৃণা প্রকাশসহ শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে সংবেদনশীল অবস্থান গ্রহণে সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন। সেই ধারাবাহাকিতায় জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের পক্ষ থেকে শিশু ও নারী ধর্ষণের ঘটনায় আসামি পক্ষে কোনও আইনজীবী নিয়োগ না দেওয়ার জন্য অনুরোধ করা হয়। আইনজীবী সমিতির মাধ্যমে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করলে তা শিশু ও নারীর পথচলাকে সুগম করবে।