মা ইলিশ রক্ষায় পিরোজপুরের কচা নদীতে অভিযান

উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হচ্ছে মা ইলিশ রক্ষায় পিরোজপুরের পুলিশ সুপার হায়তুল ইসলাম খানের নেতৃতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ২টা পর্যন্ত পিরোজপুরের কচা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানের সময় জাল ফেলে পালিয়ে যাওয়ায় জেলেদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরে উদ্ধার করা জালগুলো পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা ফেরিঘাটে এনে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানে আরও ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ ও জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী।