হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

যাবজ্জীবনপিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মুহিদুজ্জামান মঙ্গলবার (১০ নভেম্বর)  একটি হত্যা মামলার রায়ে  দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে আরও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলো-বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চর টেংরাখালী গ্রামের ছবেদ আলী মোল্লার মেয়ে রহিমা বেগম (৩২) এবং পিরোজপুর জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের আশ্রাফ আলী সরদারের ছেলে মাহাবুবুর রহমান (৪০)। পিরোজপুর জেলা জজ আদালতের পিপি খান মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

খান মো. আলাউদ্দিন জানান, ২০১৬ সালের ২২ জানুয়ারি পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর পোরগোলা গ্রামের আবদুল কাদের হাওলাদারের ছেলে কৃষক নজরুল ইসলাম হাওলাদার (৫০) নিখোঁজ হন। ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বাগমারা গ্রামের পান্নু সরদারের জমিতে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে ৩১ জানুয়ারি রহিমা বেগম, গোলাম মোস্তফা ওরফে মোস্তফা মেম্বার, তার ছেলে বদিউজ্জামান সেন্টু এবং মাহাবুবুর রহমান সরদারকে আসামি করে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত  রহিমা বেগম ও মাহাবুবুর রহমান সরদারের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।