বাল্যবিয়ে দিয়ে কারাগারে সৎবাবা

আদালতপিরোজপুরের কাউখালীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১০) জোর করে বিয়ে দেওয়ার অভিযোগে সৎবাবা সোয়াইব শেখকে (৩২) কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে ছয় মাসের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা খাতুন রেখা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত সোয়াইব শেখ উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের সফিউদ্দিনের ছেলে। সে কাউখালী উপজেলার সদর ইউনিয়নের আসপর্দ্দি গ্রামের ভাড়া বাসায় থাকতো।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, ছাত্রীর মায়ের সঙ্গে দণ্ডপ্রাপ্ত সোয়াইব শেখের দ্বিতীয় বিয়ে হয়। এই কারণে ওই ছাত্রী তার বাড়িতে থাকতো। মাস খানেক আগে ওই ছাত্রীকে উপজেলার বেতকা গ্রামের জুয়েল বেপারীর ছেলে রবিউল বেপারীর (১৯) সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর স্বামী ও পরিবারের অত্যাচারে অতিষ্ট হয়ে ওই ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা জানান, ওই ছাত্রী তার মা-বাবার কাছে যেতে না চাওয়ায় বিকল্প কোনও অভিভাবক না থাকায় তাকে সেইফ হোমে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।