রুম্মান হত্যাকারীদের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় আনিসুর রহমান রুম্মান বিশ্বাস নামের এক যুবককে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে মহাসড়কের বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকা অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন তারা। এসময় অভিযুক্তদের কুশপুত্তলিকা দাহ করা হয়।

মহাসড়ক অবরোধ করায় তখন সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস দে ঘটনাস্থলে গিয়ে রুম্মান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

দপদপিয়া ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ড সদস্য আবুল বাসার সিকদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা ফরহাদ সিকদার ও সোহাগ হাওলাদারসহ অন্যরা। বক্তারা আনিসুর রহমান রুম্মান বিশ্বাসের হত্যাকারীদের কঠোর বিচার দাবি করেন।

প্রসঙ্গত গত ৩ জানুয়ারি রাতে দপদপিয়া ইউনিয়নের বিশ্বাস বাড়ি এলাকায় জমি বিক্রির কমিশন ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে নিজ বাড়িতে রুম্মানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মিঠু বিশ্বাস বাদী হয়ে ২২ জনকে আসামি করে নলছিটি থানায় হত্যা মামলা দায়ের করেন।