কলেজছাত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মামলা

ভোলার চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুরে কলেজছাত্রী ছালমা আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দুজনকে আসামি করে মামলা হয়েছে। ছালমা এখন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, শুক্রবার (৫ ফেব্রুয়ারি) এ ঘটনায় ছাত্রীর বাবা আবদুল খালেক বাদী হয়ে দুই যুবককে আসামি করে মামলা করেছেন।

অ্যাসিড সন্ত্রাসের শিকার ছালমা আক্তার  চরফ্যাশন উপজেলার রহিমা ইসলাম ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ছালমার বাবা জানান, বৃহস্পতিবার রাতে ছালমা নিজের ঘরে পড়ছিল। ঘরের জানালা বন্ধ ছিল। হঠাৎ ছিদ্র দিয়ে ইনজেকশনের সিরিঞ্জ ঢুকিয়ে ছালমার মুখমণ্ডলে অ্যাসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মেয়েটি চিৎকার করে ওঠে। তার মেয়ে দেখেছেন সিরিঞ্জ দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে বেলায়েত ও হানিফ নামে দুজনকে পালিয়ে যেতে। আবদুল্লাহপুরের মিনা বাজারে দোকানঘরের জমি নিয়ে আসামিদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

ওসি আরও জানান, জমিজমার বিরোধকে কেন্দ্র করে অ্যাসিড সন্ত্রাসের এ ঘটনা ঘটেছে। উপজেলার দক্ষিণ শিবা গ্রামের বেলায়েত হোসেন ও হানিফ মাঝিকে এ মামলার আসামি করা হয়েছে। তারা ছাত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপ করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোভন কুমার বসাক জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন আছেন। তার মুখে অ্যাসিড ছোড়ার কারণে ক্ষতের সৃষ্টি হয়েছে।