বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবিতে  ‘বর্ণ মিছিল’

সবখানে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবিতে বরিশালের সড়কে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ণ মিছিল’। গত তিন বছরের ধারাবাহিকতায় এবারও মিছিলটি বের করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দুঃসাহসী।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্র প্রাঙ্গন থেকে বর্ণ মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দ্রের সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামের সামনে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত ভাষা সমাবেশে সভাপতিত্ব করেন দুঃসাহসী’র সভাপতি সাঈদ পান্থ। প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের ব্যবস্থাপক সাজ্জাদ পারভেজ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অধিকার তথা সুবিধাবঞ্চিত শিশুদের সামাজিক প্রতিবন্ধী না বলে, যারা সমাজ থেকে তাদের অবাঞ্ছিত রেখে এখানে ঠেলে পাঠিয়েছে তাদের সামাজিক প্রতিবন্ধী বলি। যে শিশু সমাজে থেকে নিজেকে হারিয়ে ফেলেছিল, সে সকল সুবিধা বঞ্চিতদের সামাজিক সমান অধিকার, শিক্ষা অধিকার, আত্মমর্যাদা, সম্মানসহ সাবলীল জীবনে ফিরিয়ে আনতে কারিগর হিসেবে যারা প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন সেসব কর্মকর্তা, প্রশিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইহকাল ও পরকালে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান।

ভাষা আন্দোলনে যারা সামনের সারিতে থেকে আত্মত্যাগ করেছেন, সেই আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভাষার সঠিক চর্চার মাধ্যমে সারাদেশে বাংলা ভাষার সঠিক ব্যবহার সবাই যেন শিখতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি পুলিশ কমিশনার।

উল্লেখ্য, দুঃসাহসী গত ২০১৭ সাল থেকে বরিশালে কাজ করে আসছে। এ বছর ৩য় বারের মতো এই বর্ণ মিছিল অনুষ্ঠিত হলো।