অভয়াশ্রমে মাছ শিকারের অভিযোগ: ১৮ জেলের জেল-জরিমানা

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা নদীর ষষ্ঠ অভয়াশ্রমে মাছ শিকার করায় ১৬ জেলেকে কারাদণ্ড এবং ২ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দে’র ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন। বৃহস্পতিবার সকালে দণ্ডপ্রাপ্তদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দীগঞ্জ থানার ওসি আবুল কালাম।

বরিশাল মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস জানান, ইলিশসহ সব ধরনের মাছ বড় হওয়ার সুযোগ দেওয়ার জন্য সরকার দেশের ৫টি অভয়াশ্রমে ৩শ’৯২ কিলোমিটার এলাকায় পহেলা মার্চ থেকে দুই মাস সব ধরনের মাছ শিকারে নিষেধজ্ঞা জারি করেছে। এই নির্দেশনা উপেক্ষা করে একদল জেলে বুধবার বিকেলে মেহেন্দিগঞ্জ সংলগ্ন মেঘনার ষষ্ঠ অভয়াশ্রমে মাছ শিকার করছিল।

খবর পেয়ে নৌ পুলিশের সহায়তায় উপজেলা মৎস্য অধিদফতর অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করে। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ১৬ জনকে এক মাস করে কারাদণ্ড এবং ২জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।