এনআইডি সেবা কমিশনে রাখার দাবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডের সেবা নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর চেষ্টার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের বরিশালের সদস্যরা।

শনিবার (২৯ মে) দুপুরে বরিশাল আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভা থেকে তারা এ নিন্দা জানান। সভায় বরিশাল বিভাগের সব জেলা ও উপজেলার নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।

এ সময় বক্তারা বলেন, এক যুগ ধরে নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রসহ ১৮ রকমের নাগরিক সেবা দিয়ে আসছে। সম্প্রতি জাতীয় পরিচয়পত্র কার্ডের সেবা অন্য একটি মন্ত্রণালয়ে হস্তান্তর করার প্রক্রিয়ার, আমরা প্রতিবাদ জানাই।

তারা দাবি করেন, নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতার সঙ্গে দীর্ঘদিন ধরে অনলাইনভিত্তিক এই সেবা দিয়ে আসছে। তাই এই সেবা দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের কাছেই থাকা উচিত বলে মন্তব্য করেন তারা।