স্বস্তির বৃষ্টিতে বরিশালে সড়কের ওপর পানি

টানা দাবদাহের পর বরিশালে বৃষ্টির দেখা মিলেছে। স্বস্তির বৃষ্টিতে নগরীর সড়ক প্লাবিত হওয়ায় দুর্ভোগ দেখা দেয়। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক এবং নিম্নাঞ্চলে পানি জমে যায়।

সোমবার (৩১ মে) সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়। দীর্ঘদিন পর বৃষ্টি হওয়ায় নগরবাসীর মধ্যে স্বস্তি এলেও সড়কে পানি জমে থাকায় অস্বস্তিতে পড়েন। নগরীর বটতলা এলাকার সড়ক থেকে করিমকুটির, আগরপুর সড়ক এবং নিচু এলাকা পানিতে তলিয়ে যায়।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনিছুর রহমান বলেন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৩ ডিগ্রি সেলসিয়াস। ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

তিনি বলেন, বাতাসে জলীয়বাষ্পের ব্যাপক উপস্থিতির জন্য এখনও গরম অনুভূত হচ্ছে। বরিশালে আগামী দু-একদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে সমুদ্র এবং নদীবন্দরে কোনো সতর্কতা সংকেত নেই।