নির্বাচনি সহিংসতা: নবনির্বাচিত ইউপি সদস্যসহ কারাগারে ৩

বরিশালের গৌরনদী উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ককটেল হামলায় দুই জন নিহতের পৃথক মামলায় দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। একটি মামলায় নবনির্বাচিত ইউপি সদস্যসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) বিকালে তাদের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠান। অপর ঘটনায় অভিযুক্তরা এখনও আত্মগোপনে রয়েছে। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, সোমবার দুপুরে ইউপি নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ককটেল হামলায় মৌজে আলী মৃধা নামে এক বৃদ্ধ নিহত এবং দুই জন আহত হন। এ ঘটনায় সোমবার রাতে নিহতের ছেলে নজরুল মৃধা বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৮০ জনকে আসামি করে গৌরনদী থানায় মামলা দায়ের করেন। এর পরপরই ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজ মৃধা, ইমন হোসেন ও নয়ন মৃধাকে পুলিশ গ্রেফতার করে।

সন্ধ্যায় একই ইউনিয়নের পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণার পর সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন মৃধার কর্মী-সমর্থকদের ওপর ককটেল হামলার অভিযোগ ওঠে পরাজিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। ওই মামলায় আবু বক্কর নামে এক ভ্যানচালক নিহত এবং আরও দুজন আহত হন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে তার বাবা আনজু ফকির বাদী হয়ে পরাজিত মেম্বর প্রার্থী আরজ আলী সরদার, তার ছেলে রাব্বী সরদার ও বাবু সরদারসহ ২০ জনের নাম উল্লেখসহ এবং অজ্ঞাত ৮০ জনকে আসামি করে বিস্ফোরকসহ হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

এ ব্যাপারে মো. তৌহিদুজ্জামান জানান, আবু বক্কর হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মৌজে আলী হত্যা মামলায় বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।