মাটি খুঁড়ে মা-শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় খালের পাড়ে মাটি খুঁড়ে মা ও শিশুসন্তানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের পূর্ব হাতেমপুর এলাকা থেকে শনিবার সকাল ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন সুমাইয়া ও তার নয় মাসের মেয়ে সামিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার।

পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও সন্তানকে হত্যার পর হাত-পা বেঁধে গর্ত খুঁড়ে পুঁতে রেখেছিলেন ওই গ্রামের শাহিন মুন্সী। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শাহিন ও সুমাইয়ার মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। বুধবার দুপুরে সুমাইয়ার বাবার বাড়িতে সপরিবারে দাওয়াত ছিল। কিন্তু সুমাইয়া দাওয়াত খেতে গেলেও শাহিন যাননি। দুপুরে দাওয়াত খেয়ে সুমাইয়া বাড়ি ফেরার পর থেকে সন্ধান পাওয়া যায়নি। 

ঘটনাটি পুলিশকে জানালে বিভিন্ন স্থানে খোঁজ নেয়। এরপর থেকে শাহিন পলাতক। তার মোবাইলও বন্ধ। শনিবার সকালে স্থানীয়রা শাহিনের বাড়ির পাশে একটি নতুন গর্ত দেখে থানায় খবর দেয়। এরপর গর্ত খুঁড়ে হাত-পা বাঁধা অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, সুমাইয়ার নিখোঁজের খবর পাওয়ার পর আমরা বিভিন্ন স্থানে অনুসন্ধান করেও খোঁজ পাইনি। শনিবার সকালে স্থানীয়রা সুমাইয়ার স্বামী শাহিনের বাড়ির পাশে একটি নতুন গর্ত দেখে থানায় খবর দেয়। পরে গর্ত খুঁড়ে হাত-পা বাঁধা মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় সুমাইয়ার শাশুড়ি, নানি শাশুড়ি ও মামাতো দেবরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শাহীনকেও আটকের চেষ্টা চলছে।