শের-ই বাংলা মেডিক্যালে একদিনে আরও ৮ মৃত্যু

বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ  নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আট জন মারা গেছেন। এ নিয়ে ২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ৮২৫ জন ব্যক্তি মারা গেছেন। এরমধ্যে করোনা পজিটিভ ছিলেন ২২৯ রোগী।

এদিকে হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন ২৯৮ রোগী। অপরদিকে মেডিক্যাল কলেজের আরটিপিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬২.২৩ ভাগ।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ৫১ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। আর ২২টি আইসিইউ বেড রোগী পূর্ণ রয়েছে। তবে এসময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ রোগী।

এছাড়া রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ২৯৮ রোগীর মধ্যে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকিরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।