যাত্রী ছাউনিতে কাঁঠালের দোকান

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভুঁইয়ারহাট বাজারে জেলা পরিষদের যাত্রী ছাউনি দখল করে কাঁঠাল বিক্রি শুরু করেছেন এক ব্যবসায়ী। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রাক্তন মেম্বার তাকে এ ছাউনি ভাড়া দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০১২-১৩ অর্থবছরে ভুইয়ারহাট পূর্ব বাজারে যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। ২০১৪ সালের ২ এপ্রিল কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলি এটি উদ্বোধন করেন। সেই থেকে এখানে দুইটি দোকানঘর বরাদ্দ নিয়ে টাকা তুলছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রাক্তন মেম্বার নুরনবী। সম্প্রতি তিনি যাত্রী বসার স্থানও ভাড়া দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে যাত্রীরা বৃষ্টির সময় বা পরিবহনের জন্য অপেক্ষা করার সময় ছাউনি ব্যবহার করতে পারছেন না।

যাত্রী ছাউনিতে বিক্রি হচ্ছে কাঁঠাল

অভিযুক্ত প্রাক্তন মেম্বার মো. নূরনবী বলেন, কাঁঠাল দোকান ভাড়া দিয়েছে প্রভাবশালীরা। তিনি যাত্রী ছাউনির দোকানঘর লিজ নিয়ে ভাড়া দিয়েছেন। সেখান থেকে জেলা পরিষদে মাসিক হারে লিজের টাকা পরিশোধ করেন। কাঁঠাল ব্যবসায়ীর থেকে ভাড়া দিয়ে টাকা নেওয়ার কোনও প্রশ্ন আসে না। 

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ শফিউল আলম বলেন, যিনি যাত্রী ছাউনি লিজ নেবেন, তিনিই যাত্রীদের সুবিধা নিশ্চিত করবেন। এছাড়া যাত্রী ছাউনির জায়গায় কাঁঠাল দোকান বসার কথা নয়। যেহেতু বিষয়টি শুনতে পেয়েছি, তাই কাঁঠাল বা অন্য কোনও কিছুর দোকান থাকলে তা সরিয়ে নিতে লোকবল পাঠিয়েছি।