করোনায় প্রাণ গেলো অন্তঃসত্ত্বা বিচারকের

সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার (২৯)। করোনায় আক্রান্ত হয়ে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বুধবার (২৮ জুলাই) সকাল ১১টায় তিনি মৃত্যুবরণ করেন। পরে দুপুর ২টায় মরদেহ গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তার স্বামী এইচএম ইমরানুর রহমান ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

হাসপাতালের পরিচালক এইচএম ডা. সাইফুল ইসলাম বলেন, গত ১২ জুলাই সানিয়া আক্তার ঝালকাঠিতে র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্ট করিয়ে করোনা পজিটিভ নিশ্চিত হন। এরপর ১৬ জুলাই সকাল সোয়া ৭টায় তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সানিয়ার স্বামী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরানুর রহমান বলেন, আমার শ্বশুড়বাড়ি নারায়ণগঞ্জে। দুপুর ২টায় মেডিক্যাল থেকে শীতাতপ নিয়ন্ত্রিত লাশবাহী গাড়িতে করে স্ত্রীর লাশ নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গোসল শেষে বরিশালের মুলাদী উপজেলার টুমচরে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে সানিয়াকে দাফন করা হবে।