করোনা ইউনিটে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের দাবিতে বিক্ষোভ

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখা।

মঙ্গলবার (৩ আগস্ট) বেলা ১২টায় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনটির নেতারা। জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর স্বজনরা।

বক্তারা বলেন, করোনা ইউনিটে অক্সিজেনের অভাবে রোগীরা হাহাকার করছেন। হাসপাতালের অক্সিজেন প্লান্ট চালু না হওয়ায় রিফিল করতে অনেক সময় লাগছে। একটি সিলিন্ডার পাওয়ার জন্য রোগীদের ৬/৭ ঘণ্টা অপেক্ষা করতে হয়। বরিশালে করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পেছনে অক্সিজেনের এই সংকট অন্যতম নিয়ামক হিসেবে কাজ করছে।

বক্তারা অবিলম্বে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, কেন্দ্রীয় অক্সিজেন প্লান্ট স্থাপনের মাধ্যমে করোনা ইউনিটে ভর্তি রোগীদের জন্য নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিতের দাবি জানান।

মানুষের জীবন বাঁচাতে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ নিশ্চিত না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করেন তারা।