বরিশালে করোনা উপসর্গে ১৭ জনের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন করোনায় এবং ১৭ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ দশমিক ১৪ শতাংশ।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ৩৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২০ জনের করোনা শনাক্ত হয়। 

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দুজন করোনা পজিটিভসহ ১৯ জনের মৃত্যু হয়। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। একই সময়ে ৪১ জন করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ১২ জন করোনা পজিটিভ। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিল ছয় হাজার ৫৪৫ রোগী। এদের মধ্যে দুই হাজার ২৯ জনের করোনা পজিটিভ ছিল। ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ৩৫ জন। এদের মধ্যে পজিটিভ ছিল এক হাজার ৫৮২ জন। এক হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৩৩৪ জন।