ফি মওকুফসহ ২৮ দাবি আদায়ে সড়কে বিএম কলেজের শিক্ষার্থীরা

সেশন ফি মওকুফসহ ২৮ দফা দাবি আদায়ে বরিশালে সরকারি বিএম কলেজ গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 

বুধবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী কলেজের প্রশাসনিক ভবনের গেটের সামনে সড়ক অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, করোনাকালীন ক্যাম্পাস বন্ধ থাকা সত্ত্বেও ছাত্র সংসদ, খেলাধুলা, সংস্কৃতি, ছাত্র পরিবহন ও লাইব্রেরি ফি’সহ ২৮টি খাতে ফি ধার্য করেছে কলেজ প্রশাসন। করোনায় কলেজ বন্ধ থাকায় সেশন চার্জসহ এসব ফি মওকুফ করতে হবে।

পরে কলেজ অধ্যক্ষ গোলাম কিবরিয়া ও কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক ছেড়ে চলে যেতে বলেন।

এ ব্যাপারে অধ্যক্ষ গোলাম কিবরিয়া বলেন, শিক্ষার্থীদের দাবি বিবেচনায় নেওয়া হয়েছে। শিক্ষক পরিষদে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবেন তারা।

এদিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি মানা না হলে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করতে বাধ্য হবেন।