১৭ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবলসহ দুই চোর গ্রেফতার

১৭ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক ক্যাবলসহ দুই চোরকে গ্রেফতার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ। বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে বরিশাল আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- যশোর জেলার কেশবপুর থানার চিতাবাজিতপুর গ্রামের মিজানুর রহমান সরদারের ছেলে মেহেদী হাসান ও নোয়াখালী জেলার সেনবাগ থানার ছাতারপাইয়া গ্রামের হাজী অলিউল্লাহর ছেলে ফয়জুল্লাহ।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, পিরোজপুর জেলার নেছারাবাদ থানা এলাকা থেকে চুরি করে আনা বৈদ্যুতিক ১০ ড্রাম ক্যাবল গৌরনদী এলাকায় লুকিয়ে রাখা হয়েছে বলে পুলিশ জানতে পারে। মঙ্গলবার বিকালে উপজেলার মাহিলাড়া গ্রামের হুমায়ুন কবির হিমুর বাসার পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় বৈদ্যুতিক ক্যাবলের চারটি ড্রাম ও হার্ডওয়ারের কিছু মালামাল উদ্ধার করা হয়। আটক করা হয় মেহেদী হাসানকে। তার দেওয়া তথ্যমতে, বরিশাল নগরীর রূপাতলী থেকে ফয়জুল্লাহকে ছয় ড্রাম বৈদ্যুতিক ক্যাবলসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ টাকা।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় গতকাল রাতে পিরোজপুর পল্লী বিদ্যুৎ অফিসের আওতায় নতুন বিদ্যুৎ লাইন নির্মাণ কাজের ঠিকাদার অহিদুজ্জামান খান বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠান।