স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

বরিশালের হিজলা উপজেলায় স্ত্রী হত্যার দায়ে কবির হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের দণ্ড দিয়েছেন আদালত। 

রবিবার (১০ অক্টোবর) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম।

কবির হোসেন উপজেলার কাকুরয়িা গ্রামের রতন মাঝির ছেলে কবির। তিনি পেশায় জেলে। তার স্ত্রী আকলিমা লক্ষ্মীপুরের চর আবাবিল গ্রামের আবুল বাশার ফকিরের মেয়ে।

আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুন্নবী জাকির জানান, কবির ও আকলিমার দুটি সন্তান রয়েছে। কবির কারণে-অকারণে আকলিমাকে সন্দেহ করতেন। একইভাবে আকলিমাও তাকে সন্দেহ করতেন। এর জেরে পরিবারে অশান্তি লেগেই থাকতো। কবির প্রায়ই আকলিমাকে মারধর করতেন। হত্যাকাণ্ডের আগে আকলিমা বাবার বাড়ি যান। সেখান থেকে বাড়ি আসার জন্য কবির বারবার তাকে আসতে বলেন। পরে ফিরে আসেন আকলিমা। এ সময় কবির জানতে পারেন, আকলিমা তার অভিভাবকদের কাছে জানিয়েছেন, তিনি আরেকজনের সঙ্গে প্রেম করেন। এ জন্য তাকে মারধর করেন কবির। 

২০১৮ সালের ১৪ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে কোনও একদিন আকলিমাকে শ্বাসরোধে হত্যা করেন কবির। এরপর লাশ ঝুলিয়ে ‘আত্মহত্যা করেছেন’ বলে প্রচার চালান।

এ ঘটনায় ১৫ জুলাই আকলিমার ভাই কবিরকে আসামি করে হিজলা থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেফতার করা হলে ১৬৪ ধারা জবানবন্দিতে শ্বাসরোধে হত্যার বিষয়টি স্বীকার করেন কবির।

২০১৯ সালের ১৭ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা হিজলা থানার ওসি মো. মাইনুদ্দিন কবিরকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন। ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেছেন।