পায়রা সেতুতে দুর্ঘটনায় প্রাণ গেলো স্কুলছাত্রের

পটুয়াখালীর পায়রা সেতুতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রাইয়ান (১২) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন। সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় পায়রা সেতুর দক্ষিণ প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

রাইয়ান পটুয়াখালী পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান শাহরিয়ারের ছেলে।

পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ভাট জানান, সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। চার লেনের পায়রা সেতুর মধ্যে বিভাজন থাকলেও একটি মোটরসাইকেল রং সাইড দিয়ে যাচ্ছিলো। পরে লেবুখালী প্রান্তের টোল পয়েন্টের উত্তর পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার জন আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত পটুয়াখালী পাঠানো হয়। 

আশঙ্কাজনক অবস্থায় রাইয়ানকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চি‌কিৎসার জন্য ঢাকায় নেওয়ার প‌থে রাইয়ানের মৃত্যু হয় বলে জানান তার বাবা লুৎফুর রহমান শাহরিয়ার। 

পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরুন্নাহার জানান, রাইয়ানের মাথায় ইন্টারনাল ট্রাস ইনজু‌রি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিক্যালে পাঠানো হয়েছিল। 

দুম‌কি থানার ও‌সি আবদুস সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।