মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। সোমবার (৮ নভেম্বর) সকাল ৬টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নির্মাণ শ্রমিক নাসির বিশ্বাস (৫৫), কাঁচামাল ব্যবসায়ী মিরাজুল ইসলাম (৩২) ও মাইক্রোবাসচালক জাহাঙ্গীর মৃধা (৪৫)।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোরঞ্জন মিস্ত্রি জানান, আজ সকাল ৬টার দিকে বাকেরগঞ্জের দিক থেকে একটি অটোরিকশা বরিশাল নগরীতে যাচ্ছিল। নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চালকসহ চার জন গুরুতর ‍আহত হন।

তাদেরকে ‍উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকি‍ৎসক অটোরিকশার যাত্রী নাসিরকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীর ও মিরাজুলকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। নাসির নামে আরও একজন আহত হয়েছেন। তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।