X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
০২ মে ২০২৫, ০২:১১আপডেট : ০২ মে ২০২৫, ০২:১১

গাইবান্ধার পলাশবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কার পর ট্রাকের নিচে চাড়া পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন একই মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক। গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নিহত ও আহতরা একই মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

নিহতরা হলেন— পলাশবাড়ীর মহদিপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের আরিফ মন্ডলের ছেলে কৌশিক (২০) ও পাশের শ্যামপুর আমতলা গ্রামের মৃত সাদা মিয়ার ছেলে শ্রাবণ (২৪)। আহত রিফাত (২২) শ্যামপুর গ্রামের রাজুর ছেলে ও তৌহিদ (২৩) বিষ্ণপুর গ্রামের এনামুলের ছেলে।

বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঢোলভাঙ্গা বাজারের ঝালিঙ্গি ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা থেকে আসা পলাশবাড়ীগামী পলিথিন মোড়ানো একটি মালবোঝাই ট্রাক ঢোলভাঙ্গা বাজারের ঝালিঙ্গি ব্রিজ পার হচ্ছিলো। এসময় পেছন থেকে চার জনকে নিয়ে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলের চালক ট্রাকটিকে ওভারটেক করে সামনে যেতেই নিয়ন্ত্রণ হারায়। এতে ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন তারা। পরে ট্রাকের পেছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন কৌশিক ও শ্রাবণ। আহত হন সঙ্গে থাকা রিফাত ও তৌহিদ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুজনকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, একটি মোটরসাইকেলে চারজন ঢোলভাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন। দ্রুতগতিতে আসা মোটরসাইকেলের চালক মালবোঝাই ট্রাককে ওভারটেকের পরেই নিয়ন্ত্রণ হারালে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

/এএম/এমকএইচ/
সম্পর্কিত
এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু
নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় ২ পথচারী নারী নিহত
ফকিরাপুলে প্রাইভেটকারের চাপায় রিকশাচালক নিহত
সর্বশেষ খবর
বিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
ইউরোপা লিগবিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট