নৌকায় মিললো আট কোটি টাকার বিদেশি কাপড়, গ্রেফতার ৫

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার মেঘনা নদীতে একটি বলগেট (জাহাজ) থেকে ২৪ হাজার ৫২৬ পিস বিদেশি শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, শাল ও ওড়নাসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২১ নভেম্বর) বিকালে মালামলসহ তাদেরকে গ্রেফতার করে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। উদ্ধার মালামালের মূল্য প্রায় আট কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

আটককৃতরা হ‌লো—বা‌গেরহাটের মো. নুর ইসলাম (৩৬), মো. আসাদুজ্জামান (৩৮), মো. র‌ফিকুল ইসলাম (৩০) ও মো. শহীদ (৪০) এবং ব‌রিশাল হিজলা উপ‌জেলার মো. লিটন (৩৬)। 

জব্দকৃত মালামাল ও পাঁচ জনকে মঙ্গলবার (২৩ ন‌ভেম্বর) সকা‌লে ভোলা ম‌ডেল থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে। তাদের বিরু‌দ্ধে ভোলা ম‌ডেল থানায় মামলা হ‌য়ে‌ছে।

কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের মি‌ডিয়া কর্মকর্তা লে. খন্দকার মু‌নিফ ত‌কি স্বাক্ষ‌রিত এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, গত র‌বিবার বি‌কালে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে মেঘনা নদী‌তে বল‌গেট থে‌কে এসব বি‌দেশি মালামাল জব্দ ও পাঁচ জনকের আটক করে  কোস্টগার্ড সদস্যরা।