ভোটকে‌ন্দ্রে হামলার জন্য মজুত করা দুই শতা‌ধিক লা‌ঠি উদ্ধার

পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জে এক‌টি ভোটকে‌ন্দ্রের পাশ থে‌কে দুই শতা‌ধিক লা‌ঠি উদ্ধার ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদাল‌তের নির্বা‌হী ম্যাজিস্ট্রেট। ভোটের ফলাফল ঘোষণার পরপরই কেন্দ্রে হামলার জন্য লা‌ঠিগুলো মজুত করা হয়েছিল।

র‌বিবার (২৮ নভেম্বর) বিকালে উপ‌জেলার ম‌জিদবা‌ড়িয়া ইউ‌নিয়‌নের ৮ নম্বর কেন্দ্র আউ‌লিয়া সরকারি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের পাশের বাগান থে‌কে লা‌ঠিগু‌লো উদ্ধার করা হয়। ওই বাগান‌টি ইউ‌নিয়‌নের নৌকা প্রতী‌কের প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম সরওয়ার কিসলুর মালিকানাধীন।

নির্বা‌হী ম্যাজিস্ট্রেট শা‌হিন মাহমুদ বলেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বাগা‌নে তল্লা‌শি চালা‌নো হয়। একপর্যা‌য়ে লা‌ঠিগু‌লো উদ্ধার করা হয়। বাগান থে‌কে ছোট ছোট গাব গাছ কে‌টে লাঠি বানিয়ে মজুত করা হ‌য়ে‌ছিল। আড়াই থে‌কে তিন ফুট লম্বা লা‌ঠিগু‌লো অ‌নেক মজবুত। ভো‌টকেন্দ্র দখল ও ফলাফল ঘোষণার পরপরই হামলার জন্য লাঠিগুলো মজুত করা রাখা হয়েছিল।

স্থানীয় সূত্র জানায়, আউ‌লিয়া সরকারি প্রাথ‌মিক বিদ্যালয় কে‌ন্দ্রেটি ছিল ঝুঁকিপূর্ণ। কে‌ন্দ্রে সকাল থে‌কে পর্যাপ্ত পু‌লিশ, র‌্যাব, বি‌জি‌বি মোতা‌য়েন র‌য়ে‌ছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।