বরিশালে মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলার আবেদন খারিজ করে দেন।

সাইবার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি ইসতিয়াক আহমেদ রুবেল বলেন, পর্যবেক্ষণের পর মামলাটি গ্রহণের কোনও উপাদান না থাকায় বিচারক গোলাম ফারুক তা খারিজ করে দেন।

এর আগে গত সোমবার বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে এ মামলার আবেদন করেন। 

তিনি এজাহারে উল্লেখ করেন, গত ১ ডিসেম্বর ডিজিটাল মিডিয়া উপস্থাপক দ্বিতীয় আসামি নাহিদ এক নম্বর আসামি মুরাদ হাসানের সাক্ষাৎকার গ্রহণ করেন। পরবর্তীতে এর একটি ভিডিও নিজের ফেসবুকে প্রকাশ করেন মুরাদ হাসান। সাক্ষাৎকারে উদ্দেশ্যেমূলকভাবে জিয়া পরিবার ও জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ এবং অশালীন বক্তব্য দেন, যা যে কোনও নারীর জন্য মানিহানিকর।

১১টি কারণ উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ প্রদানের আবেদন জানানো হয়েছিল।