বিএনপি নেতা আলালের বিরুদ্ধে বরিশালে মামলার আবেদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল এবং কেন্দ্রীয় বিএনপি নেতা মোছাদ্দেক আলী জায়গীরদারের বিরুদ্ধে বরিশালে সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি ইশতিয়াক আহমেদ রুবেল।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে বরিশাল সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা বাদী হয়ে এ আবেদন করেন। মামলায় ওই দুই জনসহ ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আদালতের বিচারক গোলাম ফারুক মামলার আবেদন গ্রহণ করে আগামী ৩ জানুয়ারি আদেশের জন্য শুনানির দিন ধার্য করেন।

মামলার বরাত দিয়ে বাদীর আইনজীবী নাসির আহমেদ খান বাবুল জানান, গত ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক, কুরুচিপূর্ণ, মিথ্যা ও অশালীন বক্তব্য দেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল এবং মোসাদ্দেক আলী জায়গীরদার। এরপর তাদের সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন। এ ছাড়া অজ্ঞাত আসামিরা বিভিন্ন গ্রুপ, ফেসবুক ও ইউটিউব চ্যানেলে তা প্রচার করেন। ওই ভিডিও দেখে বাদী এবং সাক্ষীরা মর্মাহত এবং ক্ষুব্ধ হয়ে মামলার আবেদন করেছেন।