হাতকড়াসহ আসামিকে ছিনতাই, গ্রেফতার ৭

বরিশাল নগরীর ভাটারখালের ডিসিঘাট সংলগ্ন পিকনিক পার্টি থেকে এক আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাত জনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ওই সময় ছিনতাই হওয়া পুলিশের ওয়ারলেসটিও উদ্ধার করা হয়।

এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা ২৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে মামলা করেছে। সোমবার (৩ জানুয়ারি) গভীর রাত থেকে মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে ওই ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।

একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, সোমবার রাত ১১টার দিকে ওই স্থানে পিকনিক পার্টিতে অবস্থানরত একটি মামলার এজাহারভুক্ত আসামি শহিদুল ইসলামকে গ্রেফতারে অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় এসআই জয়ন্ত দত্ত আসামি শহিদুলকে গ্রেফতার করে তার হাতে হাতকড়া পরান। শহিদুলের বন্ধুরা তাকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এক পর্যায়ে হাতকড়াসহ শহিদুলকে ছিনিয়ে নেন তারা। ঘটনাটি অভিযানে থাকা অপর এসআই অলিপ কুমার সাহা ওয়ারলেসের মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের জানানোর সময় তার ওয়ারলেসটিও ছিনিয়ে নেন শহিদুলের বন্ধুরা। রাতভর অভিযান চালিয়ে ভাটারখাল বস্তি থেকে হাতকড়াসহ গ্রেফতার করা হয় শহিদুলকে এবং উদ্ধার করা হয় পুলিশের ছিনতাই হওয়া ওয়ারলেস। 

কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, ‘সোমবার রাত ৩টার দিকে শহিদুলকে গ্রেফতার এবং ওয়ারলেস উদ্ধার করা হয়। শহিদুলকে থানা এনে জিজ্ঞাসাবাদ করলে সে তার সহযোগীদের নাম বলে। এরপর ওই সময় থেকে পুলিশের একাধিক টিম মঙ্গলবার বিকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করে।’

বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিমের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।