সমঝোতায় বসে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

পটুয়াখালীর গলাচিপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা জানান, দীর্ঘদিন ধরে গলাচিপা উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোন্দল চলছে। আজ বিকালে বিষয়টি সমঝোতা করার জন্য জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গলাচিপা উপজেলা বিএনপির সমন্বয়কারী মজিবুর রহমান টোটনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর পরপরই গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান খান ও বিএনপির কেন্দ্রীয় নেতা  হাসান মামুনের পক্ষে-বিপক্ষে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে যুবদল নেতা জাহিদুল ইসলাম (৪৫), নুরুল ইসলাম নয়ন (৪৫), ইমরান হোসেন (২৪), সফিক (২৮), সোহাগ হাওলাদার (৩০) ও ডিপটি খানসহ (৩২) ১০ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান খান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত। কেউ তার ইচ্ছামতো কমিটি গঠন করবে তা আমরা মানবো না। আমরা আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করছি।’

গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমানের মোবাইল নম্বরে একধিকবার কল দিয়ে পাওয়া যায়নি। 

দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘গলাচিপার সাংগঠনিক সমস্যা কেন্দ্রীয় নেতাদেরকে জানানো হবে। অচিরেই দুই পক্ষের মধ্যে সমঝোতা করা হবে।’

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহত ১০ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।