বরিশালে অস্ত্রসহ ‘বোমা বাবুল’ গ্রেফতার 

বরিশালে বাবুল হাওলাদার ওরফে বোমা বাবুল নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (২৮ জানুয়ারি) ভোরে নগরীর লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও তিনটি তাজা বোমা উদ্ধার করা হয়। বাবুল ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি গ্রামের মোজাফর হাওলাদারের ছেলে।

দুপুরে রূপাতলীতে র‍্যাব-৮ এর সদরদফতরে সংবাদ সম্মেলনে র‍্যাবের উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নৌবন্দর এলাকায় অভিযান চালিয়ে বাবুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, তিনটি তাজা বোমা, বোমা তৈরিতে ব্যবহৃত ৮শ’ গ্রাম গান পাউডার, ২৪টি ম্যাচ, ৫০টি মার্বেল, দুই প্যাকেট বিয়ারিং বল, ১০টি জর্দার কৌটা, ১২টি বিস্ফোরক ভর্তি কলম, ৫টি লাল টেপ, তিন রঙের বৈদ্যুতিক তার ৫ মিটার, ২ কেজি কাঁচের টুকরো ও বোমা ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল স্বীকার করেছেন, তিনি পেশাদার অস্ত্র ব্যবসায়ী ও বোমা তৈরির কারিগর। তার বিরুদ্ধে ভোলা সদর ও দৌলতখান থানায় হত্যা, ডাকাতি, মাদক ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। বাবুলের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে।