চেয়ারপারসন পদবির দাবি নারী চেয়ারম্যানদের

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালের ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত পাঁচ নারী চেয়ারম্যান এবং সাধারণ মেম্বার পদে নির্বাচিত আট জনসহ বিভিন্ন পর্যায়ে অবদান রাখা নারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউসে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর এবং সব উন্নয়ন সংস্থা।

অনুষ্ঠানে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিরা রহমান, উজিরপুর উপজেলার জল্লার ইউপি চেয়ারম্যান বেবী রানী দাস, ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার, রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান শারনিম জাহানকে সংবর্ধনা দেওয়া হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিরা রহমান নারীদের ক্ষেত্রে চেয়ারম্যান থেকে চেয়ারপারসন পদবি করার দাবি জানান। তার সঙ্গে সুর মেলান অনুষ্ঠানে উপস্থিত অপর নারী চেয়ারম্যানরা।

অনুষ্ঠানে ৮ ইউনিয়ন পরিষদের সাধারণ মেম্বার পদে পুরুষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত ৮ নারীকেও সংবর্ধনা দেওয়া হয়। 

এরআগে, সার্কিট হাউস প্রাঙ্গণে র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস সম্মেলন কক্ষের সামনে এসে শেষ হয়।