৭ মার্চের ভাষণ প্রচারের সময় আ.লীগ কার্যালয়ে হামলার অভিযোগ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের সময় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে মাইক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিবর মাস্টার জানান, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সরকারি নির্দেশনা ও দলীয় সিদ্ধান্তে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে সকাল থেকে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হচ্ছিল। এ সময় পাশের একটি সেলুনে সেভ করতে বসা স্থানীয় প্রভাবশালী ব্যক্তি নুরু জমাদ্দার লোক পাঠিয়ে মাইক বন্ধ করতে নির্দেশ দেন। এরপরও ভাষণ প্রচার অব্যাহত রাখলে ক্ষিপ্ত হয়ে তিনি অফিসে ঢুকে ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারিকে চর-থাপ্পড় মারেন এবং অকথ্য গাল দিয়ে মাইক ভাঙচুরসহ তার ছিঁড়ে ফেলে ভাষণ প্রচার বন্ধ করে দেন। খবর পেয়ে নুরু জমাদ্দারের মেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার জাতীয় মহিলা দিবসের অনুষ্ঠান ফেলে ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি স্থানীয়দের শান্ত করে তার বাবাকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল হাকিম গাজী বলেন, ‘ভাষণ প্রচার বন্ধ না করায় নুরু জমাদ্দার আমাকে মারধর করেন এবং ৭ মার্চ উদযাপনে বাধা দেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিষয়টি জেলা, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সদর থানায় অবহিত করা হয়।’

এ ব্যাপারে নুরু জমাদ্দারের বক্তব্য জানতে অনেক বার ফোন করা হলেও তিনি ধরেননি। তবে তার মেয়ে নাসরিন আক্তার জানান,  তার বাবার পায়ে লেগে মাইকের তার ছিঁড়ে গিয়েছিল। এ জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন।