বোমা তৈরি ও বিক্রি তার পেশা

বরিশালের গৌরনদী উপজেলার লাখরাজ কসবা গ্রামের রামসিদ্ধি সোবাহান মিয়ার বাড়ির সামনে থেকে বোমা তৈরির কারিগর ও বিক্রয়কারী কবির মৃধাকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ মার্চ) দুপুরে বরিশাল রূপাতলী র‌্যাব-৮ সদর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার গভীর রাতে রামসিদ্ধি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক আচরণের কারণে কবিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

কবির উপজেলার নন্দনপট্টি (মৃধা বাড়ি) গ্রামের মোহাম্মদ মৃধার ছেলে। এ ঘটনায় শনিবার সকালে তার বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা করা হয়। তার কাছ থেকে সাতটি সদ্য তৈরি হাত বোমা, ১১৫টি কাচের মার্বেল, ৮৬৫ গ্রাম ভাঙা কাচের টুকরো, সাইকেলের বিয়ারিং বল দুই প্যাকেট, বিস্ফোরকভর্তি ছয়টি কলম, স্কচটেপ চারটি ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, তার স্বীকারোক্তি থেকে জানা গেছে, সে পেশাদার অস্ত্র ব্যবসায়ী। বোমা তৈরির একজন দক্ষ কারিগর এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি বিক্রি ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে গৌরনদী থানায় অস্ত্র এবং বিস্ফোরক আইনে মামলা করেছেন।