গজারিয়া নদীতে ট্রলারডুবি: আরও এক শিশুর লাশ উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দরিরচর-খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় রোহান (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৯ এপ্রিল) দুপুরে লাশ উদ্ধার করা হয়। রোহান (৪) উপজেলার দড়িরচর খাজুরিয়া গ্রামের মোনতাজ হাওলাদারের ছেলে। এ নিয়ে গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করা হলো।

মেহেন্দীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান বলেন, দুপুরে গজারিয়া নদীতে মাছ ধরছিলেন একদল জেলে। এ সময় তাদের জালে লাশ উঠে আসে। জাল টেনে ট্রলারে তোলার পর থানায় খবর দেন তারা। রোহানের পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে নিয়ে গেছেন।

আরও পড়ুন: গজারিয়া নদীতে ট্রলারডুবি, মা-মেয়ের লাশ উদ্ধার

শুক্রবার (৮ এপ্রিল) বেলা ১১টায় গজারিয়া নদীর বামনের চর এলাকায় যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। মাঝ নদীতে যাওয়ার পর ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। এ সময় সেখানে থাকা কোস্টগার্ড যাত্রীদের উদ্ধার করে।

একই সময় মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়। এখনও ট্রলারের আরও দুই যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন মেহেন্দীগঞ্জ থানার পরিদর্শক।