বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের শৌচাগারে এক নারী সন্তান প্রসব করেন। এ সময় নবজাতক পাইপের মধ্যে চলে যায়। পরে নবজাতকের বাবা পাইপ ভেঙে শিশুটিকে উদ্ধার করেছেন। বর্তমানে নবজাতক ও তার মা সুস্থ।
শনিবার (৭ মে) বিকালে এই ঘটনা ঘটে। বর্তমানে মা হাসপাতালের প্রসূতি বিভাগে এবং শিশুটি দ্বিতীয় তলার নিউনেটাল (শিশু পরিচর্যা) ওয়ার্ডে ভর্তি রয়েছে।
নবজাতকের বাবা পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার বাসিন্দা নেয়ামত উল্লাহ জানান, শনিবার দুপুরে স্ত্রী শিল্পী বেগমকে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। ভর্তির পর বিকালে প্রসূতি বিভাগের টয়লেটে যান শিল্পী। এরপর সেখান থেকে বের হয়ে নবজাতক টয়লেটের পাইপের মধ্যে চলে গেছে বলে ডাক-চিৎকার করতে থাকেন। সঙ্গে সঙ্গে তার স্বামী ও প্রসূতি বিভাগের দায়িত্বরতরা টয়লেটে গিয়ে নিচে পাইপের কাছে চলে যান। সেখানে নবজাতকের বাবা পাইপ ভেঙে শিশুটিকে উদ্ধার করে ওয়ার্ডে নিয়ে আসেন।
শিল্পীর মামি সাগরিকা বলেন, ‘আমি বাড়িতে থাকা অবস্থায় জানতে পারি, টয়লেটে সন্তান প্রসব করেছে শিল্পী। আমরা ভাবছিলাম, শিশুটি হয়তো বেঁচে নেই। দ্রুত হাসপাতালে এসে দেখি, সে ভালো আছে। আমি শিশুটির কাছে আছি। শিল্পীর কাছে রয়েছেন তার স্বামী।’
হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. তালুকদার মোহাম্মদ মজিব বলেন, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। তবে নবজাতকটি অপরিপক্ক হলেও সে সম্পূর্ণ সুস্থ রয়েছে।