১০ হাজার লিটার তেল মজুত, জরিমানা মাত্র ২৫ হাজার টাকা

নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠিতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১০ হাজার লিটার মজুত করা তেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার শ্রীরামকাঠি বন্দরে অভিযান চালিয়ে ওই তেল জব্দ করা হয়। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে যথাক্রমে ১৫ ও ১০ হাজার টাক করে জরিমানা করা হয়েছে। এছাড়া বাড়তি দামে তেল বিক্রির দায়ে আরও দুই ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। 

নাজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) আল-মামুনের নেতৃত্বে বন্দরের এমএম ট্রেডার্সে অভিযান চালিয়ে গুদাম থেকে ৩৭ ব্যারেল ও আশা ট্রেডার্স থেকে ১৪ ব্যারেল মজুত সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় এমএম ট্রেডার্সের মালিক সুশিল কুমার মণ্ডলকে ১৫ হাজার টাকা এবং আশা ট্রেডার্সের মালিক মো. মতিউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অতিরিক্ত  দামে তেল বিক্রির দায়ে ওই বন্দরের অরুণ শীলকে চার হাজার ও বিজয় মণ্ডলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

সহকারী কমিশনার মো. আল মামুন বলেন, দুই দোকানে মজুতের তথ্য পেয়ে অভিযান চালিয়ে মোট ১০ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।