বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত, সড়ক অবরোধ

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় বাসের ধাক্কায় মিলন হাওলাদার (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (১৮ মে) সকাল ১০টায় চরখালী-মঠবাড়িয়া সড়কের মঠবাড়ীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

মিলন হাওলাদার উত্তর মিঠাখালী গ্রামের রুহুল হাওলাদারের একমাত্র ছেলে। তিনি তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিলন বাড়ি থেকে বের হয়ে চরখালী-তুষখালী-মঠবাড়ীয়া সড়ক দিয়ে হেঁটে কলেজে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে মঠবাড়ীয়াগামী রোহান পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিলন মারা যান। খবর পেয়ে তার সহপাঠীরা তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের সামনের মঠবাড়ীয়া সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এছাড়া বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। 

জেলা প্রশাসক মহিউদ্দিন মহারাজ, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ইব্রাহিম, মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক ঘটনাস্থলে গিয়ে বাসের চালক ও হেলপারকে গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। 

এদিকে জেলা প্রশাসক মহিউদ্দিন মহারাজ মিলন হাওলাদারের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং এক লাখ টাকা অর্থ সহায়তা দেন। উপজেলা প্রশাসন নিহতের পরিবারকে ২০ হাজার দিয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, ঘাতক বাস জব্দ করা হয়েছে। চালক-হেলপার পলাতক। তাদেরকে আটকের চেষ্টা চলছে।