দুর্ঘটনা হতেই পারে, টাইটানিকও দুর্ঘটনাকবলিত হয়েছে: নৌ প্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দুর্ঘটনা হতেই পারে, টাইটানিকও (বিলাসবহুল ব্রিটিশ জাহাজ) দুর্ঘটনাকবলিত হয়েছে। তবে যে নকশা নদীপথের যাত্রায় নিরাপদ হবে, সেটাই অনুমোদন দেওয়া হবে।’

সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টায় বরিশাল বিআইডব্লিউটিএ’র উদ্যোগে পুরাতন মেরিন ওয়ার্কশপ প্রাঙ্গণে নবনির্মিত ড্রেজার বেজ বহুতল ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‌‘দক্ষিণাঞ্চলের নৌপথ যাতে সব সময় ভালো থাকে, সেজন্য বিআইডব্লিউটিএর ড্রেজার বেজের অধীন একটি অত্যাধুনিক ড্রেজার থাকবে। সেই ড্রেজারের কার্যক্রম বরিশাল থেকেই মনিটরিং করা হবে। এতে দক্ষিণাঞ্চলের নৌপথ নিরাপথ থাকবে।’

ড্রেজিংয়ের বালু নদীতে ফেলার বিষয়ে তিনি বলেন, ‘জরুরিভিত্তিতে ড্রেজিং করার সময় নদীতে বালু ফেলা হয়। তবে সেটা সব সময় নয়। আর এ বিষয়টি স্থায়ী সমাধান নয়। এখন ড্রেজিংয়ের বালু দিয়ে সরকারের সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।’

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ও পুলিশ সুপার মারুফ হোসেন।