বেশি দামে চাল বিক্রি করায় ৫৯ হাজার টাকা জরিমানা

মূল্য তালিকা না থাকা ও বেশি দামে চাল বিক্রি করার অপরাধে বরিশাল নগরীর চার ব্যবসায়ীকে ৫৯ হাজার টাকা জরিমানা ‍করা হয়েছে।

বুধবার (১ জুন) দুপুরে নগরীর ফরিয়াপট্টির চালের আড়তে অভিযান চালিয়ে জরিমানা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া।

তিনি জানান, অতিরিক্ত দামে চাল বিক্রি ও মূল্য তালিকা না থাকায় মহাদেব ভাণ্ডারকে ৩৫ হাজার টাকা, গৌর নিতাই ভাণ্ডার ২০ হাজার এবং দুই খুচরা চালের দোকানিকে তিন হাজার ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।