দুই বাসের সংঘর্ষে ‍৩২ যাত্রী হাসপাতালে

বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ৩২ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (০৬ জুলাই) দুপুর ১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বিকাল ৩টার দিকে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট সুমন চন্দ্র সরকার বলেন, দুপুর ১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় সিলেট থেকে বরিশালগামী আল মোবারকা ও বরিশাল থেকে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

তিনি বলেন, দুর্ঘটনার পর গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ দুই বাসের আহত ৩২ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিকালে রেকার দিয়ে বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. তৌকির আহমেদ বলেন, ‘দুর্ঘটনার পর আহত ৩২ যাত্রীকে এখানে নিয়ে আসা হয়। তাদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১৭ জনকে এখানে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা আশঙ্কামুক্ত।’