বরিশালে ৬ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার হেলিপ্যাড এলাকায় বিআরটিসি বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে চালকসহ ছয় জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) বিকালে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিকে নিহত ছয় জনের পরিচয় মিলেছে।

নিহতরা হলেন গৌরনদী উপজেলার মো. ফয়সালের স্ত্রী সাথী বেগম ও শিশুকন্যা ফারহানা, বাকেরগঞ্জের পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সোবাহান চৌধুরীর ছেলে আমির চৌধুরী, রফিক খানের ছেলে হাসিব খান, বারেক সিকদারের ছেলে সোহাগ সিকদার ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ভুবন এলাকার মো. নাসিরের স্ত্রী তানজিলা বেগম।

আরও পড়ুন: বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈকে। এছাড়া বিআরটিএ’র বরিশাল দফতরের সহকারী পরিচালক ও বাকেরগঞ্জ থানার ওসিকে সদস্য করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়। সব দফতরকে প্রয়োজনীয় সহায়তা করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

আরও পড়ুন: মায়ের পর মারা গেলো ১৮ মাসের সন্তানও, বাবা হাসপাতালে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে পটুয়াখালী থেকে বরিশালগামী বাস হেলিপ্যাড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে চালকসহ চার যাত্রী মারা যান। আহত মা ও শিশুকে উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় শের-ই-বাংলা মেডিক্যালে পাঠানো হয়। জরুরি বিভাগের চিকিৎসক রেজাউল করিম সাথীকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সেখানে শিশুটির মৃত্যু হয়।