বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আব্দুর রহিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে পুলিশসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। ঘটনাস্থল থেকে আট জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলা জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় পুলিশ বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করা হয়েছে, ‌‘বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বিনা উসকানিতে পুলিশের গুলি ও নারকীয় তাণ্ডবে যুবদলকর্মী আব্দুর রহিম শাহাদাতবরণ করেছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক নেতাকর্মী।’

সংঘর্ষে আহত ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) আরমান হেসেন জানান, দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে আট জনকে আটক করেছে পুলিশ।

তিনি বলেন, ‌‘বিএনপির নেতাকর্মীরা অনুমতি না নিয়ে মিছিল করায় আমরা বাধা দিই। কিন্তু নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মারতে শুরু করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। শহরজুড়ে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে।’

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, ‘সরকারবিরোধী স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীরা সড়কে মিছিল শুরু করে। পরে তাদের বাধা দেয় পুলিশ।’