ভোলা সদর থানার ওসিসহ ৩৬ পুলিশের বিরুদ্ধে মামলা

ভোলায় বিএনপির সমাবেশে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহতের ঘটনায় ভোলা সদর মডেল থানার ওসি মো. আরমান হোসেনকে প্রধান আসামি করে পুলিশের ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহতের স্ত্রী খাদিজা বেগম।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. ছালাউদ্দিন জানান, আদালতের বিচারক মো. আলী হায়দার মামলা আমলে নিয়ে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে এ হত্যাকাণ্ডের সব ডকুমেন্টস ও আলামত আদালতে জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন।

উল্লেখ্য, লোডশেডিং ও জ্বালানি বিষয়ে চলমান পরিস্থিতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৩১ জুলাই) বিক্ষোভ সমাবেশ করে ভোলা জেলা বিএনপি। সমাবেশ চলাকালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হন। এ ঘটনায় বিএনপির আরও বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমও ছিলেন।

বুধবার বিকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। দুই নেতার নিহতের ঘটনায় বিচার চেয়ে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় ভোলা জেলা বিএনপি। যদিও দুপুর ১২টার দিকে হরতাল প্রত্যাহার করে নেয় দলটির ভোলা জেলা কমিটি।