মুক্তিযোদ্ধাসহ সাত জনের কঙ্কাল চুরি

বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মাঝিবাড়ির পারিবারিক কবরস্থান থেকে এক মুক্তিযোদ্ধাসহ সাত জনের কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। এদের মধ্যে পাঁচ জন পুরুষ এবং দুই নারীর কঙ্কাল রয়েছে।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, শুক্রবার বিকালের দিকে বিষয়টি ধরা পড়ে। এরপর ওই বাড়ি থেকে থানায় খবর দেওয়া হয়। সেখানে গিয়ে তথ্যের সত্যতা পাওয়া যায়। এক মুক্তিযোদ্ধাসহ সাত জনের কবর থেকে কঙ্কাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

হেলাল উদ্দিন আরও বলেন, আমাদের ধারণা বৃহস্পতিবার গভীর রাত থেকে ভোরের মধ্যেই এ ঘটনা ঘটেছে। কবরস্থানে তেমন লোকজন আসা-যাওয়া না করায় কারও নজরে বিষয়টি আসেনি। পরে বিষয়টি ধরা পড়ে।