উত্তাল সাগর, চরে জনমানবহীন ট্রলার

নিম্নচাপের প্রভাবে সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। সাগর উত্তাল থাকায় শত শত মাছ ধরার ট্রলার ইতোমধ্যে নিরাপদে ফিরে এসেছে। তবে বরগুনার পাথরঘাটা উপজেলার লালদিয়া চরে একটি জনমানবহীন মাছ ধরা ট্রলার দেখা গেছে।

বুধবার (১০ আগস্ট) সকাল থেকে পাথরঘাটার দক্ষিণে বলেশ্বর ও বিষখালী নদীর মোহনা লালদিয়া চরে ট্রলারটি দেখেন এলাকাবাসী। তবে ট্রলারে কোনও জেলেকে দেখা যায়নি।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ট্রলারটির নাম ‘এফবি মা-বাবার দোয়া‌’। ধারণা করা হচ্ছে, নিম্নচাপে সাগর উত্তাল থাকায় ট্রলারটি ঝড়ের কবলে পড়ে অথবা ইঞ্জিন বিকল হয়ে এখানে এসেছে। ট্রলারের জেলেদের সর্বশেষ অবস্থা জানা সম্ভব হয়নি। জেলেসহ দুটি ট্রলার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কোস্টগার্ডকেও খবর দেওয়া হয়েছে।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব. লে. ফজলুল হক বলেন, ‘এমন একটি খবর আমরা পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে ট্রলারটি উদ্ধার করা হবে।’